নায়ীমুল হক,কলকাতা,আপনজন: কলকাতার আন্তর্জাতিক বই মেলা প্রাঙ্গণে উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিয়ে বসল কুইজের আসর। পশ্চিমবঙ্গ পুলিশ এবং বই মেলা কমিটির সৌজন্যে ছিল এ ধরনের ছাত্র-ছাত্রী কেন্দ্রিক দুর্দান্ত পরিকল্পনা। বিভিন্ন এলাকা থেকে আগত নানান স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আকর্ষণীয় কুইজের অনুষ্ঠান ঘিরে এদিন বইমেলা প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। দূরদূরান্তের ছাত্র-ছাত্রীদের প্রত্যুৎপন্নমতিত্বতার তারিফ করলেন আয়োজক সংস্থার প্রত্যেকে। কঠিন কঠিন সমস্ত প্রশ্নের জবাব দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিল কলকাতার নারায়ন দাস মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের ছাত্ররা। জিসান হোসেন, তুহিন মাঝি, উজ্জ্বল দাস, রাহুতদের এই কৃতিত্বে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া। তিনি বলেন, শিক্ষার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে গেলে তবেই জ্ঞানের পরিধি বাড়বে আর তাতেই আসবে সমাজের প্রকৃত উন্নয়ন। এদিন সার্বক্ষণিক ছাত্র-ছাত্রীদের পাশে ছিলেন বিদ্যালয়ের দুই অভিজ্ঞ শিক্ষক সুশীম মুখার্জি এবং গৌরাঙ্গ সরখেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct