এহসানুল হক,বসিরহাট,আপনজন: প্রতীকী কাবা শরীফকে সামনে রেখে হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত পাইকপাড়া সিদ্দিকিয়া বহুমুখী উন্নয়ন সংস্থার উদ্যোগে। এই প্রশিক্ষণ শিবির শতাধিক হাজি অংশ নেয়। ইসলামে অর্থবানদে অবশ্য কর্তব্য হজ সমাপন নিয়ে আল্লাহর মেহমানদেরকে শতভাগ খেদমত করাই ছিল পাইকপাড়া সিদ্দিকিয়া এতিমখানার মুল লক্ষ্য। রবিবার সকাল নয়টা থেকে পাইকপাড়া সিদ্দিকিয়া এতিমখানায় হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাজী আব্দুল লতিফ, মাওলানা মুফতি আব্দুর রউফ, এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মাহবুব আলম, বসিরহাট উত্তর বিধানসভা বিধায়ক রফিকুল ইসলাম, শিক্ষক আরিফিন মন্ডল, সম্পাদক হাজী ফজলুল হক সহ একাধিক বিশিষ্টজনেরা। মাওলানা মুফতি আব্দুর রউফ বলেন,কোটা পূরণের লক্ষে বেসরকারিভাবে সচেতনতা প্রশিক্ষণ শিবির করছি। অন্যদিকে হাজীদের পাসপোর্ট থেকে শুরু করে মক্কায় পৌছানোর আগ পর্যন্ত সমস্ত রকম পরিষেবা দেওয়া রাজ্য সরকার পরিচালিত রাজ্য হজ কমিটির প্রশংসা জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct