নকিব উদ্দিন গাজী,পাথরপ্রতিমা,আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের প্রতিমা খালের উপর কিশোরী নগর এর সঙ্গে বরদা পুর এর সংযোগকারী কাঠের সেতু দীর্ঘ ৬ মাস মাঝখান থেকে ভেঙে খালে পড়ে আছে। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে প্রশাসন কাউকে জানিয়ে কোনো কাজ হয়নি। সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। ৭ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে বিভিন্ন স্কুল সহ অন্যান্য জায়গায়।
স্থানীয় সূত্রে জানা যায় পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের কিশোরী নগর এবং বরদা পুর এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীর থেকে মানুষজন এই কাঠের সেতু দিয়ে যাতায়াত করে।দীর্ঘ প্রায় ১৪০ফুট লম্বা ৩ফুট চওড়া এই সেতু ভেঙে যাবার পর গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানানো হয়েছে। প্রধান নিজে এই ভাঙা সেতুর পরিদর্শনে আসেন প্রায় ৩ মাস আগে। সংস্কার করা হবে বলে সেই জা গিয়েছেন আর কোন দেখা নাই। এমনকি দেখা করে কথা বললে তিনি জানিয়ে দেন এখন করা সম্ভব নয়। এলাকার মানুষের একটাই প্রশ্ন তাহলে কি এই কাঠের সেতু কোনদিন সংস্কার করা হবে না। ভোটের সময় ভোট চাইতে আসে বাবুরা আর ভোট চলে গেলে আমাদের কথা মনে থাকে না জানালেন এলাকাবাসী। স্থানী বিধায়ক সমীর কুমার জানান বলেন যতো তাড়াতাড়ি মেরামত করা যায় তার ব্যবস্থা করা হবে । এব্যং উর্ধ্ন কর্তৃপক্ষ সাথে কথা বলে ,যাতে পাকা পকি করা যায় কথা বলবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct