আপনজন ডেস্ক: রাশিয়ার দখল করা শহর খারসনের আঞ্চলিক পরিষদ ‘শহরটি এখনো ইউক্রেনের অংশ- এ মর্মে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ইউক্রেনীয় সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া খারসনে একটি বিচ্ছিন্নতাকামী ‘প্রজাতন্ত্র’ গঠন করার জন্য সাজানো গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। শহর পরিষদের উপপ্রধান ইউরি সোবোলেভস্কি এক ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, এর সদস্যরা ৪৪ ভোটে ‘খারসন অঞ্চল ইউক্রেনেরই অংশ- এ মর্মে প্রস্তাব গ্রহণ করেছেন। সোবোলেভস্কি লিখেছেন, পরিষদ সদস্যরা খারসন অঞ্চলে একটি ‘প্রজাতন্ত্র’ গঠন করা এবং ইউক্রেনের অংশ দখল করার প্রচেষ্টাকে কিছুতেই স্বীকৃতি দিতে পারেন না। তিনি আরো লিখেছেন, ‘খারসন অঞ্চল এক রাষ্ট্র ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct