আপনজন ডেস্ক: সিরিজের দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তবে যাদের সৌজন্যে ভারত এই দাপট দেখাতে পেরেছে, তাদের মাঝে অন্যতম ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি করেছেন। এই ইনিংসের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অল-রাউন্ডার কপিল দেবের ৪০ বছরের পুরনো রেকর্ড। টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরি করার পরিসংখ্যানে ৪০ বছর ধরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছিলেন কপিল দেব। রবিবার পন্থ সেই রেকর্ড ভেঙে দেন। ১৯৮২ সালের ডিসেম্বর মাসে আয়োজিত করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কপিল দেব। তবে পাকিস্তান এই ম্যাচটি এক ইনিংস এবং ৮৬ রানে জিতেছিল। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৮৬ রান নিয়ে ইনিংস শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর তারা মাত্র ২৩ রান যোগ করতে পেরেছে। এরপর ভারত ৯ উইকেটে ৩০৩ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এতে ভারতের লিড দাঁড়ায় ৪৪৬ রানের। জয়ের জন্য বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগে উইকেট হারিয়েছে লঙ্কানরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct