আপনজন ডেস্ক: ম্যাচের আগে থেকেই মুহাম্মদ সালাহর ওপর নজর। ব্রাইটনের মাঠে যাওয়ার আগে ম্যাচের চেয়ে সালাহর চুক্তি নিয়েই বেশি আলোচনা হয়েছে। লিভারপুলের সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি আছে মিসরীয় ফরোয়ার্ডের। তবে এই সম্পর্ক আরও দীর্ঘ করতে চায় ক্লাব। সালাহও যে চান না, এমন নয়। তবে তাঁর চাহিদা পূরণ করতে চাইছে না লিভারপুল। আবারও নতুন প্রস্তাব দিয়েছিল লিভারপুল। কিন্তু সেটা মনঃপূত না হওয়ায় চুক্তি নবায়নে রাজি হননি দলের মূল তারকা।চুক্তি নিয়ে মনোমালিন্য ম্যাচ পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেননি সালাহ। ব্রাইটনের বিপক্ষে আজ ঠিকই গোল করেছেন সালাহ। সেই সঙ্গে লুইজ দিয়াজের গোলে ব্রাইটনকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিযোগিতায় টিকে রইল লিভারপুল। এদিন ১৯ মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৬০ মিনিটে বিসুমার হাতে বল লাগায় পেনাল্টি পায় লিভারপুল।
পেনাল্টি থেকে লিগে নিজের ২০তম গোল পেয়ে গেছেন সালাহ। ৬৫ মিনিটে মাঠ ছেড়ে উঠে যান সালাহ। প্রথমে ভাবা হয়েছিল, বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে। পরে জানা গেছে, হালকা চোট পেয়েছেন সালাহ। আর্সেনালের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে কি না, এ নিয়ে তাই শঙ্কা জেগেছে। ম্যাচের আগে গতকালও কোচ ইয়ুর্গেন ক্লপকে সালাহকে নিয়ে কথা বলতে হয়েছে। সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘সালাহ চাইছে ক্লাব আরও উচ্চাভিলাষী হোক। আমরা এর বেশি আর কিছু করতে পারি না। এটা ওর সিদ্ধান্ত। আমার দৃষ্টিকোণ থেকে সবকিছু ঠিক আছে। আর নতুন কিছুই হয়নি, চুক্তি স্বাক্ষর হয়নি, প্রত্যাখ্যানও হয়নি। আমাদের শুধু অপেক্ষা করতে হবে। কোনো তাড়াহুড়া নেই।’ক্লপের মন্তব্যের প্রতিক্রিয়ায় টুইটারে সাতটি হাসির ইমোজি পোস্ট করেন সালাহর এজেন্ট রেমি আব্বাস ইসা। আব্বাস জানিয়েছেন, সালাহর ইচ্ছা অ্যানফিল্ডেই থাকার। তবে ডিসেম্বরে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আর কোনো আলোচনা হয়নি।
লিভারপুলের চোখে ডিসেম্বরে দেওয়া প্রস্তাব বেশ ভালো প্রস্তাব। তবে লিভারপুলে সাড়ে চার বছরে দেড় শ গোল করে ফেলা সালাহ তেমনটা ভাবেন না। ৩০ ছুঁতে যাওয়া সালাহ নিজের সম্ভাব্য শেষ বড় চুক্তিতে বেতন–ভাতা আরও বেশি চাইছেন। প্রিমিয়ার লিগের অন্য শীর্ষ ফুটবলারদের সমান বেতন দাবি করছেন তিনি। কিন্তু লিভারপুল এত বেশি বেতন দিতে রাজি নয়। এ ব্যাপারে জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপ খেলতে গিয়ে সালাহ বলেছিলেন, ‘আমি কী চাই, তা তারা জানে। এটা তাদের হাতে।’ তিনি যে প্রাপ্যটাই চাইছেন, সেটাও মনে করিয়ে দিয়েছিলেন, ‘অতিরিক্ত কোনো কিছু দাবি করছি না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct