আপনজন ডেস্ক: ইউক্রেনের পরীক্ষাগার গুলোতে যদি হামলা হয় তবে তা থেকে প্রাণঘাতী জীবাণু ছড়াতে পারে। সম্প্রতি এমন এক সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুদ্ধের ডামাডোলে ইউক্রেনের ল্যাবে থাকা উচ্চ ঝুঁকির প্যাথোজেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বের বিভিন্ন দেশের মতো ইউক্রেনের জনস্বাস্থ্য ও অনুজীব গবেষণা কেন্দ্রগুলোতেও বিভিন্ন রোগের জীবাণু নিয়ে গবেষণা হয়। সাম্প্রতিক করোনা ভাইরাস নিয়েও গবেষণা চলছিল দেশটির বেশ কয়েকটি ল্যাবে। মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ডব্লিউএইচওর অর্থায়নেই চলত এসব গবেষণা। জৈব সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ সেনার বোমাবর্ষণ রোগ-সৃষ্টিকারী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।
রয়টার্সের পাঠানো এক ইমেইলের জবাবে ডব্লিউএইচও কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃতভাবে জীবাণু ছেড়ে দেওয়া হলে কীভাবে সুরক্ষা নিশ্চিত করা যায়’— সে বিষয়েও ইউক্রেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইউক্রেনের সরকারকে দেশটির জনস্বাস্থ্য ও অণুজীব গবেষণাকেন্দ্রগুলোতে সংরক্ষিত অবস্থায় থাকা ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ জীবাণুসমূহ ধ্বংসের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুদ্ধের আবহে মানুষের মধ্যে এসব জীবাণুর ছড়িয়ে পড়া রোধ করতেই এই পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct