পৃথিবীর অন্ধকার
তাপস কুমার বর
_____________
এখনো নির্বাক পৃথিবী....
জড়ত্বের ওই ওষ্ঠগুলো মৃত মমির মতো,
কলঙ্কের রৌদ্দুরে জাদুর কাঠিতে ঘুমিয়ে আছে।
রহস্যগুলো, আজ ঠেসে শিক্ষা দেওয়ার তোতা পাখির মতো....
সত্যের পরাজয়ে,
ছলনার আশ্রয়ে শকুনির পাসার চালে লুকিয়ে আছে!
বোবা কত শালিক রক্তমাখা রনাঙ্গণে,
ওই মিশরীয় সভ্যতার পিরামিডে আজও কি কাঁদছে?
দেখো ওই সত্যের ইতিহাস.....
সেই মান্ধাতার যুগ থেকে খুঁজে খুঁজে চলছে।
আজও কি তার সমাধান মিলেছে?
পৃথিবী একদিন চৈতন্য বিহীন হয়ে পড়বে,
উন্মাদ পাগলের মতো রক্তচোষক ভ্যাম্পায়ার হবে।
সেদিন প্রত্যাশাগুলো দুমড়ে মুচড়ে সব চূরমার হবে....
পৃথিবীর প্রশ্বাস নিঃশ্বাসে আজ কেন.....?
দুর্গন্ধের কত,শত প্রতিবাদ ঝান্ডা উড়ছে।
হায়রে, সত্য সেলুকাস সেদিন কি পুরুর বিরত্ব প্রকাশ হবে?
দিনে দিনে ইতিহাস মমির কবরে চাপা পড়ছে...
শিক্ষার বড় খাতা কেন আজ সঙ্কুচিত হয়ে পড়ছে?
তাঁর রন্ধ্রে রন্ধ্রে মানুষের ধ্বংসলীলা চলছে।
ভুলের অন্ধকারে স্থলভাগ জলভাগের তলায় তলিয়ে যাবে...
হাজার হাজার চিৎকার হিরোশিমা ও নাগাসাকিতে স্তব্ধ হবে!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct