আমাদের প্রেম
নাসরীন জামান
____________
তুমি মম তাজ
আমি নই শাহজাহান
খড়ের ছাউনি তোলা আমাদের ঘরে
নেই সেই প্রতাপ-প্রতিপত্তি আর
রাজ সিংহাসন।
নেই দাসী বাঁদীর তটস্থ বহর
আছে তোমার এক সম্রাজ্ঞীর সম্মান।
তুমি ইতিহাস নও
আমিও নই রাজকীয় শৌর্যবীর্য আর
শতাব্দীর শব্দঘরের সারিবদ্ধ শব্দ সম্ভার।
আমি নই বিস্তৃত সাম্রাজ্যসীমা,
রাজ রাজস্থান।
তুমিও নও মলাটবন্দী কোনো অতীত
তুমি আমার নিত্যকার বর্তমান।
আমাদের প্রেম, সে তো নয়
মুঘল সাম্রাজ্যের সীমারেখা কোনোও
অথবা আগ্রার মমতাজমহল,
কিংবা ক্ষমতার এপার-ওপার রাজ্য দখল।
আমাদের প্রেম
সে যে নিঃশ্বাসে বিশ্বাস অটুট,
সম্মানে নক্ষত্রখচিত মাথার তাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct