বসন্ত এসে গেছে
শংকর সাহা
______________
সকাল থেকেই আজ শুভ্রনীলের কঠিন ব্যস্ততা, ব্যস্ততা তার প্রস্ততির। স্কুলের মাঠে আজ বসন্ত উতসব। সারা বছরের প্রতীক্ষা তার এই দিনটির জন্যে। চাকরি সূত্রে বাইরে থাকায় পরপর তিন বছর এই বসন্ত উতসবে সে দূরেই ছিল। তাই এবারের প্রস্ততি ও উচ্ছ্বাস একটু বেশিই তার।এই বসন্ত উতসব তার বড়ই কাছের ও বড়ই আপন। প্রকৃতির সাথে আজ যেন শুভ্রনীল মিশে যেতে চায়। কর্মব্যস্ততার মাঝে মাত্র তো ৪দিনের ছুটি।সকালে ব্রেকফাস্ট করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সে। পরণে সাদা পাঞ্জাবী। হাতে নিজের লেখা কবিতার কয়েকটি সংকলন।সকলের সাথে রঙিন রং এ আজ সে মিশে গেছে। বসন্তের ছোঁয়ায় মনের আবেগটুকুকে আজ সে ধরে রাখতে পারলনা। হঠাতই সে লক্ষ্য করে দূরে রংমাখা চোখে মিটমিট করে কে যেন তাকিয়ে আছে । কিছুটা সে নিজেকে অপ্রস্তত বোধ করে শুভ্রনীল। চোখটি সে সরিয়ে নেয়। কিন্তু..
কে যেন শান্ত পায়ে এগিয়ে আসছে তার দিকে পরণে হলুদ শাড়ি,চুলে বাহারী ফুলের সাঁজ। ঠিক চিনে ওঠার আগেই মধুবন্তি আবেগে বলে,
-“ভালো আছো শুভ্র! জানি আজও অভিমান করে আছো তুমি ।শুভ্রনীল কোনো কথা বলেনা। মধুবন্তির চোখ অশ্রূসজল হয়ে ওঠে। এই শুভ্রনীলই ছিল তার স্বপ্নের পুরূষ। মনে পড়ে সেই যন্ত্রনার দিনগুলোর কথা। কলেজের দিনগুলোর কথা। তার আর শুভ্রর দীর্ঘ ৫ বছরের সম্পর্কের কথা। শুধু বাবার কথা রাখতেই অন্য কাউকে বিয়ে করেছিলো সেদিন মধুবন্তি কিন্তু শুভ্র ছাড়া কোনোদিন অন্য কাউকে ভালোবাসেনি সে। এবার মধুবন্তির চোখ দিয়ে অঝোরে জল পড়তে থাকে।
--তুমি? আমাকে কিছু প্রশ্ন করবে না শুভ্র?” শুভ্রনীলের দিকে একভাবে তাকিয়ে থাকে মধুবন্তি।
--তুমি? এতদিন পরে?শুভ্র প্রশ্ন করে মধুবন্তিকে।
-সব বলবো শুভ্র! তবে আজ না অন্য কোনোদিন! আজ আমায় রং দেবেনা শুভ্র?’’ এবার শুভ্রের হাতটি ধরে সে বলতে থাকে।
মধুবন্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। দেখতে পায় পাঁচ বছর আগের মধুবন্তি আর আজকের মধুবন্তিকে। কথা না বাড়িয়ে ব্যাগ থেকে লাল আবিরের প্যাকেটের পুরো রংটি মধুবন্তির মাথায় গালে মেখে দেয় শুভ্র। এক আশ্চর্য অনুভূতি লাভ করে মধুবন্তি। শুভ্রকে কিছু কথা বলতে যাবে এমন সময় মধুবন্তির হাতের মোবাইলটি বেজে ওঠে। মোবাইলের ওপার থেকে এক পুরুষ কন্ঠ, যিনি মধুবন্তির জন্যে বাইরে অপেক্ষা করছেন।
-আমায় এবার যেতে হবে শুভ্র। ওনি নিতে এসেছেন। ভালো থেকো শুভ্র!
যেতে যেতে পেছন ফিরে বারে বারে তাকিয়ে থাকে মধুবন্তি। আর ভাবতে থাকে এতকাছে দুজনে থেকেও সম্পর্কের মাঝে কেন এতো ব্যবধান?....
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct