আপনজন ডেস্ক: আগের টেস্টের উইকেটের সমালোচনা শুনতে হয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু হতে না হতেই আবার সে আলোচনা শুরু হলে চলে? নিজ দেশের বদনাম হোক, সেটা চাইছিলেন না এক পাকিস্তানি সমর্থক। তাঁর অনুরোধ রেখে মোহাম্মদ আমির তাই টুইট করলেন, ‘আচ্ছা ঠিক আছে, এই পিন্ডির উইকেটের চেয়ে গতিময়।’ অনুরোধের ঢোঁক গেলার আগে পাকিস্তানের বাঁহাতি পেসার টুইট করেছিলেন, এ উইকেট তো পিন্ডির উইকেটের চেয়েও ধীরগতির। উইকেটে বোলারদের জন্য কিছু না থাকায় এক ডিমেরিট পয়েন্ট আর নিম্নমানের ট্যাগ পেতে হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টেস্টের উইকেটকে। রাওয়ালপিন্ডি থেকে শিক্ষা নিয়ে করাচির উইকেট প্রাণবন্ত বানানো হবে, সে আশা করায় দোষ ছিল না কারও।
কিন্তু করাচি টেস্টেও প্রথম দিনে দেখা দিল এক মরা উইকেট। তাতে ভাগ্যকে পাশে পেয়ে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলতে পেরেছে স্বাগতিক দল। পাকিস্তানের মাটিতে উসমান খোয়াজার প্রথম শতকে ২৫১ রান নিয়ে দিন শেষ করল অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর টেস্টে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনারের অভিষেক করাল অস্ট্রেলিয়া। পাঁচ বছর ধরে দলের সঙ্গে ঘোরা মিচেল সুইপসনের টেস্ট ক্যাপ বুঝে নিতে নিতে বয়স ২৮ বছরও হয়ে গেছে। কিন্তু অভিষেকের দিনে যে তাঁর বল করা হবে না, সেটা উইকেট দেখেই বোঝা গিয়েছিল। এ নিয়ে যদি কারও সন্দেহ থেকে থাকে সেটা প্রথম আধঘণ্টাতেই উড়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct