আপনজন ডেস্ক: ব্রাজিলের ২০১৯ কোপা আমেরিকা জয়ের পথে সেই যে সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন, ব্রাজিলের জার্সিতে এরপর আর গোলের দেখা পাননি গাব্রিয়েল জেসুস। এরপর ১৬টি ম্যাচ খেলেছেন হলুদ জার্সিটা গায়ে। মাঝে একটা কোপা আমেরিকা গেছে, আগেরবারের মতো এটিও ব্রাজিলেরই মাটিতে। এবার ফাইনালে উঠেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। কোপা আমেরিকার বাইরে বিশ্বকাপ বাছাইপর্বেও ১১টি ম্যাচে মাঠে নেমেছেন জেসুস। কিন্তু একটা গোলও ব্রাজিল পায়নি তাঁর কাছ থেকে।
মার্চে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ। সে ম্যাচ দুটির জন্য আজ যখন দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে, জেসুস যে বাদ পড়বেন, সে সম্ভবত অনুমিতই ছিল। ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী স্ট্রাইকারের কাতার বিশ্বকাপে জায়গাও কি অনিশ্চিত হয়ে গেল? হয়তো! জেসুস বাদ পড়লেও এর বাইরে ব্রাজিল দলে নিয়মিত মুখের সবাই-ই আছেন। এরই মধ্যে কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা ব্রাজিল ২৫ মার্চ খেলবে চিলির বিপক্ষে, পাঁচ দিন পর বলিভিয়ার বিপক্ষে। চিলির বিপক্ষে ম্যাচটি নিজেদের মাটিতে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। বলিভিয়ার মাটিতে ৩০ মার্চের ম্যাচটিও বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটেই শুরু হবে। এ দুই ম্যাচে অবশ্য ব্রাজিলের লিগে খেলা ফুটবলারদের কয়েকজনকে তিতে ডাকবেন বলে গত কদিনে জানিয়েছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। ফ্লামেঙ্গোর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড গাব্রিয়েল ‘গাবিগোল’ বারবোসার ডাক পাওয়ার গুঞ্জন তো ছিলই, রেড বুল ব্রাগান্তিনোর ২৬ বছর বয়সী সেন্টারব্যাক লিও অর্তিজ, ফ্লুমিনেন্সের ২৪ বছর বয়সী সেন্টারব্যাক নিনো, পালমেইরাসের ২৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো বারবোসা, আতলেতিকো পারানেন্সের ২৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল ভেইগা, ফ্লামেঙ্গোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার পেদ্রো সান্তোসের কথাও শোনা গেছে। কিন্তু মার্চে জাতীয় দলের ম্যাচের সময় ব্রাজিলের রাজ্য টুর্নামেন্টগুলোর নকআউট পর্ব চলবে, সে কারণেই সম্ভবত এই খেলোয়াড়দের কাউকে ডাকেননি তিতে। ব্রাজিলিয়ান লিগে খেলা মাত্র দুজন ফুটবলার এবারের দলে ডাক পেয়েছেন—আতলেতিকো মিনেইরোর ২৪ বছর বয়সী লেফটব্যাক গিয়ের্মে আরানা ও পালমেইরাসের ৩৪ বছর বয়সী গোলকিপার ওয়েভারতন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct