আপনজন ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর দুই সপ্তাহের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের মধ্যে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে ২৮০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, ‘ইউক্রেনের শিক্ষামন্ত্রী সেরহি শকারলেট বলেছেন, ‘শত্রুরা নির্মমভাবে কিন্ডারগার্টেন, স্কুল, ভোকেশনাল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে নৃশংস এবং বেদনাদায়ক ক্ষতি হলো হানাদারদের হাতে শত শত প্রাণ ঝড়ে পড়েছে।’এদিকে, ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক দাবি করেছেন, ‘আংশিক যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও রুশ সেনারা সেটিকে সম্মান জানাতে ব্যর্থ। তাদের কারণে কোনো বেসামরিক নাগরিক মারিউপোল শহর থেকে নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না।’দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘কোনো ধরনের খাদ্য, পানি ও মেডিসিন শহরটিতে ঢুকানো যাচ্ছে না। কারণ, রুশ সেনারা মানবিক করিডোরে হামলা চালিয়েছে। যা সরাসরি সন্ত্রাসবাদ। বিশ্বকে এটা জানতেই হবে। আমাদের এটা স্বীকার করতেই হবে যে, আমরা একটি সন্ত্রাসী রাষ্ট্রের সঙ্গে মোকাবিলা করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct