নিজস্ব প্রতিবেদক,নন্দকুমার,আপনজন: স্কুলের এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির সভাপতি সম্পাদক ক্যাশিয়ারের বিরুদ্ধে প্রতারণা এবং হেনস্থার অভিযোগ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন এক শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ইচ্ছাপুর পঞ্চগ্রামী হাইস্কুল এর ঘটনা প্রতারিত শিক্ষক বাবলু আলী খান দীঘার বাসিন্দা। ২০১৯ সালে ইচ্ছাপুর স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। এমপ্লয়মেন্ট কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি সদস্য হন এবং অর্থ সঞ্চয় করেন। গত ডিসেম্বরে সেখান থেকে বদলি নিয়ে কাঁথি তিন ব্লকের একটি স্কুলে চলে আসেন বাবলু। ইছাপুর স্কুলের সোসাইটিতে সঞ্চিত আমানত ফেরতের আবেদন জানান তিনি। গত ২৫ শে ফেব্রুয়ারি সেই টাকা তোলার জন্য সেখানে তিনি গিয়েছিলেন। বাবলুর অভিযোগ, সেখানে রেভিনিউতে সই করিয়ে নেওয়ার পর টাকা ফেরত না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন সোসাইটির সভাপতি প্রদীপ মাইতি, সম্পাদক সঞ্জয় শাহু এবং ক্যাশিয়ার স্কুলের ক্লার্ক অমল কুমার কয়াল। তারপরেই তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও হেনস্তার অভিযোগ তুলে জেলাশাসক বিডিও এবং পুলিশের কাছে জানান শিক্ষক বাবলু আলী খান। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সী এবং নন্দকুমার থানার ওসি মনোজ কুমার ঝাঁ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct