নকিব উদ্দিন গাজী,উস্তি,আপনজন: অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত শিশু। বড়সড় সাফল্য রাজ্য পুলিশের। পুলিশ প্রশাসনে ভূমিকায় আপ্লুত খুদের পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের উস্তি থানার সংগ্রামপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম ইয়াসিন আখন। বয়স মাত্র ৬ বছর। বুধবার সন্ধ্যার সময় টিউশন পড়তে গিয়েছিল খুদে। তারপর আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। এভাবেই দুশ্চিন্তায় কেটে যায় বুধবার। পরিবারের মুক্তি পণ চেয়ে পরিবারে কাছে একটি ফোন আসে। তার পর শিশু পরিবার উস্থি থানার পুলিশের দ্বারস্থ হয়। বুধবার রাতে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে ডায়মন্ড পুলিশ জেলার পুলিশ। এসপি সাহেবের নির্দেশে একটি টিম তৈরি করে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে , শুরু হয় অভিযান। পুলিশ টিম জয়নগর পুলিশ ক্যানিং পুলিশ নিয়ে পিয়ালী নদীর কাছে বৃহস্পতিবার রাতেই উদ্ধার করে খুদেকে। ছবি: ওয়াসিফা লস্কর
এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে এদের মধ্যে একজন মহিলা আছে। শুক্রবার সকালে শিশুটির পরিবারের হাতে তুলে দেন ডায়মন্ড হারবারের এস ডি পিও মিতুন কুমার দে। এই ঘটনার পিছনে আর কারা কারা থাকতে পারে বা অর্থের কারণেই এই অপহরণ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে। তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের লোক শিশুটিকে পেয়ে খুশি,
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct