সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: হাওড়ার আমতায় আনিস খানের রহস্য মৃত্যু কেটেছে সপ্তাহ খানেক। এই ছাত্রনেতার মৃত্যুতে আসলে কারা দায়ী? সেই উত্তর মেলেনি এখনও। শুক্রবার এই মামলায় এবার তদন্তের রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। এদিন শুনানি পর্বে এই মামলায় কেন ওসি-কে জিজ্ঞাসাবাদ করা হল না, তা নিয়েই প্রশ্ন তুলল হাইকোর্ট ।
সম্প্রতি কলকাতা হাইকোর্টে আনিস খান রহস্য মৃত্যুতে আদালতের তত্বাবধানে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা হয়েছিল। শুক্রবার ছিল এই মামলার শুনানি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে শুনানি হয় । শুক্রবার এই মামলার শুনানির শুরুতেই রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের দেওয়া খামবন্দি রিপোর্ট জমা দেওয়া হয় হাইকোর্টে। এদিন হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করে, -’ আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীর বয়ান রেকর্ড করা হয়েছে কিনা?’ ১৬৪ নম্বর ধারা অনুসারে এখনও কোনও বয়ান রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে রাজ্য। আর সেখানেই আদালতের প্রশ্ন, গোপন জবানবন্দি নিতে কেন এত দেরি? রাজ্য তাঁকে ছুটিতে পাঠিয়ে দিল অথচ জিজ্ঞাসাবাদ করল না কেন, সেই প্রশ্নও তোলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ময়নাতদন্ত ও অন্যন্য রিপোর্ট এলেও ফরেনসিক রিপোর্ট আসতে আরও দু সপ্তাহ সময় লাগবে বলে রাজ্যের তরফে দাবি করা হয়েছে। মামলাকারীদের পক্ষে সওয়াল করা হবে আগামী সোমবার। হাওড়ার আমতার দক্ষিণ খাঁ পাড়ায় ছাত্রনেতা আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ ওঠে। আনিসের পরিবারের লোকজনের দাবি, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনায় যুক্ত। আনিসের পরিবারের তরফে অভিযোগ, বাগনান কলেজে পড়ার সময় আনিস এসএফআই করতেন। এই কলেজে ছাত্র রাজনীতি করার সময়ই বাগনান থানায় এই অভিযোগ দায়ের হয়। পরিবারের দাবি, মাঝে এতগুলো বছর কোনও সমন আসেনি। হঠাত্ই এর মধ্যে গত ১৮ ফেব্রুয়ারির বাড়িতে চড়াও হয় পুলিশ। সে দিন রাতেই মৃত্যু হয় আনিসের।আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct