বাবলু প্রামাণিক,বারুইপুর,আপনজন: বারুইপুর টংতলায় অত্যাধুনিক টেলি অ্যাকাডেমির ৪টি স্টুডিও ফ্লোর ও প্রশাসনিক ভবনের সূচনা হল। বৃহস্পতিবার বিকালে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে বারুইপুরের টংতলায় অনুষ্ঠানে ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উলগানাথন, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যরা। ছিলেন টেলি অভিনেতা-অভিনেত্রীরা। ৭,২০০ বর্গ ফুটের ৪টি অত্যাধুনিক স্টুডিও। প্রতিটিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা মেক আপরুম, সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। শুটিংএর আদর্শ জায়গা। চারতলা বিশিষ্ট হোস্টেল। প্রশাসনিক ভবন, ক্যান্টিন সহ অফিস রুমের ব্যবস্থা। ১০ একর জমিতে ১৩২.৫ কোটি টাকা ব্যয়ে এই টেলি অ্যাকাডেমি নির্মিত হয়েছে। এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিল্পীদের জন্য এই অত্যাধুনিক টেলিঅ্যাকাডেমী গড়ে ওঠায় অনেক কলাকুশলী নতুন করে প্রাণ ফিরে পেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct