সন্ন্যাসী কাউরী,পাঁশকুড়া,আপনজন: শুধু বিদ্যালয়ে পঠন - পাঠনই নয় । সামাজিক সচেতনতা, নারী পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে এবার পথে নামবে কন্যাশ্রীরা । সচেতনতার অভাবে নাবালিকারা যাতে বিপদে না পড়ে, তারও প্রচার চালাবে বেগম রোকেয়া কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে বেড়েছে মোবাইলের প্রতি আসক্তি ও বাল্য বিবাহের প্রবণতা। বাল্যবিবাহ রোধ করতে তাই পথে নামবে কন্যাশ্রী যোদ্ধারা। স্কুল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেই এই কাজ করবে পাঁশকুড়া ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের ছাত্রীরা। তাদের এই কাজে উৎসাহ দিতে এগিয়ে এসেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিদ্যালয়ের জিমনেসিয়াম হলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এ বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেন শিক্ষক শিক্ষিকারা। এদিনের সচেতনতা শিবিরে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুস্তাফা, সহকারী প্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত, শিক্ষক গৌতম কুমার বোস, রামকৃষ্ণ সামন্ত, পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বি ডি ও শর্মিষ্ঠা হাজরা, প্রকল্প আধিকারিক দুলাল চন্দ্র মাল প্রমুখ। ছাত্রীরা কোনোভাবেই অপরিণত বয়সে বিবাহ না করে এবং তাদের পাশের বাড়ির কোনো নাবালিকার বিবাহ না হয় সে দিকটাও লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্রীরাও উৎসাহ দেখিয়েছেন বাল্য বিবাহ রোধে কাজ করার। বাল্য বিবাহ রুখতে এবার পথে নামবে তারা। বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে বাল্য বিবাহের নেতিবাচক দিক গুলি। আর এই কাজ করার জন্য দেবশ্রুতি গুহ, শ্রাবন্তী মাইতি, মিতা খাঁড়া, অন্বেষা মাইতি, ঈশিতা মন্ডল, নিবেদিতা সিং, নন্দিনী সী, অঙ্কিতা পাত্র, পল্লবী শাসমল, সঙ্গীতা জানা, প্রীতি মন্ডল, পূজা মান্না সহ বেশ কয়েকজনকে নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বেগম রোকেয়া কন্যাশ্রী ক্লাব। করোনা পরিস্থিতিতে প্রায় দু বছর স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পঠনপাঠন বন্ধ থাকায় বেড়েছে স্কুলছুটের সংখ্যা। একই সঙ্গে বেড়েছে বাল্যবিবাহের প্রবণতা। স্কুল খোলার পর রাজ্যজুড়ে ধরা পড়ে বাল্য বিবাহের চিত্র। ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা শুনেছেন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার গল্প। বাল্যবিবাহের প্রবণতা ঠেকাতে ও নারী পাচার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবার পথে নামবে শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের কন্যাশ্রী যোদ্ধারা।
কন্যাশ্রী যোদ্ধা দেবশ্রুতি গুহ এবং শ্রাবন্তী মাইতিরা বলে, বাল্যবিবাহ সমাজের বড় ব্যাধি। সচেতনতার অভাবে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। বাল্য বিবাহ রোধ করতে আমাদের পথে নামা জরুরী। স্কুল এবং প্রশাসনের সাথে যোগাযোগ রেখে আগামী দিনে কাজ করবে বলে জানিয়েছে কন্যাশ্রী যোদ্ধারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct