আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভায় শুক্রবার পেশ হল ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। বাজেট পড়ে শোনান সদ্য অর্থ মন্ত্রিত্বে উন্নীত হওয়া চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২২-২৩ অর্থবছরের জন্য ৩.২১ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেন তিনি। আগামী চার বছরে ১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যস্থির করেছে রাজ্য বলে তিনি জানান। এই বাজেটকে জয় বাংলা বাজেট বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এক কথায় বলতে পারি, এটা জয় বাংলা বাজেট। সাধারণ মানুষের বাজেট, কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, সবুজ সৃষ্টি ও দৃষ্টির বাজেট সর্বোপরি সামাজিক সুরক্ষার বাজেট। বিনা পয়সায় পড়াশুনো, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো এমন সুবিধা আর কোথাও নেই। মুখ্যমন্ত্রী জানান, এ বার রাজ্যের বাজেট বরাদ্দ ৮ গুণ বেড়েছে। রাজস্ব আদায় বেড়েছে ৩.৭৬ গুণ। এদিন বাজেট পেশের সময় বিরোধী দল বিজেপি ওয়াক আউট করে। তা নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ওদের (বিজেপি) ওয়াক আউট ছাড়া আর তো কোনও কাজ নেই। ওয়াক আউট, নট ওয়ার্ক আউট। কাজ করতে পারে না। কাজ করার কোনও ক্ষমতাই নেই। টিভিতে দর্শনধারী, কিন্তু কোনও গুণ নেই। সেই সঙ্গে কেন্দ্রে সমালোচনা করে বলেন, ৯০ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাই। জিএসটি নিয়ে যাচ্ছে, সেই ভাগ পুরো দিচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, আর টাকা দেয় না। তাতেই বড় বড় নাম দেয়, কেন্দ্রের নামে চিঠি পাঠায়। এদিন বাজেট বক্তৃতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বাজেটের গুরুত্বপূর্ণ অংশগুলি বলেন। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা করা হয়েছে। ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশনের মতো জনহিতকর প্রকল্পগুলি মানুষের মন ছুঁয়ে যাওয়ায় এই এবার তাই বিপুল বরাদ্দ বৃদ্ধি। উল্লেখজনক হল, ফ্ল্যাট-বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা উপলব্ধ। বৈদ্যুতিন ও সিএনজি চালিত গাড়ির রেজিস্ট্রেশন ফি মকুব। ২ বছর পর্যন্ত সড়ক করে (রোড ট্যাক্স) ছাড়। অনগ্রসর শ্রেণি-উপজাতি উন্নয়নে ১,০৮৯ কোটি টাকা,
নারী-শিশুকল্যাণে ১৯ হাজার ২৩৮ কোটি টাকা, কৃষি এবং কৃষি বিপণনে প্রায় ১০ হাজার কোটি, স্কুল শিক্ষাক্ষেত্রে ৩৫ হাজার ১২৬ কোটি, উচ্চশিক্ষায় ৫ হাজার ৮১১ কোটি টাকা, ক্রীড়াক্ষেত্রে ৭৮৯ কোটি টাকা বরাদ্দ, উত্তরবঙ্গ উন্নয়নে ৭৯৭ কোটি ৪৩ লক্ষ টাকা, বনবিষয়ক উন্নয়নে ৯৩৮ কোটি ৪৭ লক্ষ টাকা, সুন্দরবন উন্নয়নে ৭২০ কোটি ৮৪ লক্ষ টাকা, পরিবেশ উন্নয়নে বরাদ্দ প্রায় ১০০ কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ১৭ হাজার ৫৭৬ কোটি টাকা, পর্যটন এবং পরিবহনে যথাক্রমে ৪৬৮ কোটি এবং ১ হাজার ৭৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ দফতরের। সংখ্যালঘু উন্নয়নে ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের জন্য গতবারের তুলনায় ২২৬.২৩ কোটি বাড়িয়ে ৫০০০.০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত অর্থবর্ষে সংখ্যালঘু খাতে বরাদ্দ ছিল ৪,৭৭৭.৮২ কোটি টাকা। বাজেটে জানানো হয়েছে, ২০২১-২২ বর্ষে এখনও পর্যন্ত ১,২৩৯ কোটি টাকার বেশি রাজ্যের সংখ্যালঘু কল্যাণে ব্যয় করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct