আপনজন ডেস্ক: রুশ বাহিনীর কবল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সাতটি মানবিক করিডর আজ বৃহস্পতিবার চালু করেছে ইউক্রেন। মানবিক করিডরগুলোর মধ্যে দক্ষিণাঞ্চলের মারিউপোল শহরও রয়েছে বলে সেদেশের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন। মানবিক করিডর এমন এলাকা, যেখানে সামরিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকে এবং বেসামরিক নাগরিকদের সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ থাকে। ইতিমধ্যে সাময়িক যুদ্ধবিরতির আওতায় সুমি থেকে সাধারণ মানুষের অন্যত্র চলে যাওয়া শুরু হয়েছে। সেখানকার গভর্নর এ তথ্য জানিয়েছেন বলে দাবি করেছে বিবিসি। ইউক্রেন ও রাশিয়া উভয়েই মানবিক করিডর চালু করার ব্যাপারে একমত হয়েছে। আজ বিকেলে দেশ দুটির প্রতিনিধিরা তুরস্কে বৈঠকে বসার কথা রয়েছে।মারিউপোল শহরের প্রসূতি ও শিশু হাসপাতালে রাশিয়ার হামলার জেরে চরম সমালোচনার পর মানবিক করিডর দেওয়ার ঘোষণাটি আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct