রহমতুল্লাহ,সাগরদিঘী,আপনজন: সোমবার পলসোন্ডার গোকগ্রামের বাসিন্দা মহামুদা খাতুন ডাক্তার দেখাতে গেলে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে এবং তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন মহামুদা খাতুন কে বয়স (৬৫)। গত কালকে রোগীর পরিবারকে হাসপাতালের চিকিৎসক জানান যে রোগীর ‘ও নেগেটিভ’ রক্তের ভীষণ প্রয়োজন। মাহামুদার পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরে রক্তের যোগান করতে পারেনি অবশেষে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সামাদ সেখ কে পরিবারের লোক জানান এবং সামাদ সেখ ও ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস এর সহযোগিতায় রক্তদানে এগিয়ে আসেন রঘুনাথগঞ্জের যুবক তথা সাগরদিঘীর আই. টি. আই. কলেজের পড়ুয়া আফতাব শেখ। জানা গেছে, তার কলেজে প্যাকটিক্যাল পরীক্ষা চলছিল। পরীক্ষার মাঝপথেই মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ছুটে আসেন সাগরদিঘী ব্লাড ব্যাংকে রক্ত দিতে কলেজ পড়ুয়া আফতাব শেখ। রক্তদান করার পরে অবশেষে আবারো তিনি পরীক্ষায় বসেন। আফতাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সকল সদস্যরা পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন মাহামুদার পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct