আপনজন ডেস্ক: ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে একটি শিশু হাসপাতাল রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে দাবি করেছে। বুধবার বিকালে দেওয়া ঐ বিবৃতিতে কাউন্সিলের কর্মকর্তারা অভিযোগ করেন, রুশ দখলদার বাহিনী শিশু হাসপাতালের ওপর কয়েকটি বোমা ফেলেছে। তিনি বলেন, এতে শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। কর্মকর্তারা বলেন, হতাহতের সঠিক সংখ্যা তারা এখনো জানেন না। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালটির শিশু ও প্রসূতি বিভাগ ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ ফেসবুকে এক বার্তায় জানান। ইউক্রেনের একজন এমপিও এ ঘটনার ভিডিও শেয়ার করেছেন।
ইউক্রেনের সামরিক প্রশাসন জানিয়েছে, হাসপাতালে হামলায় ১৭ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অনেকে নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে শিশুরা চাপা পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। মারিউপোলে প্রতিদিনই রাশিয়া বোমাবর্ষণ করছে। এই শহরে সহস্রাধিক মারা গেছে। সেখানে গণকবর দেওয়া হচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্হ্য সংস্হা জানিয়েছে, তারা জানতে পেরেছেন যে ইউক্রেনের বিভিন্ন স্বাস্হ্য কেন্দ্রের ওপর ১৮টি হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষ আরো বলছে, সংঘাতে এ পর্যন্ত ৫২ শিশু নিহত হয়েছে। কেবল শিশু হাসপাতাল নয়, বিশ্ববিদ্যালয় ভবনেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।
মারিউপোল শহরে একটি শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি টুইট করেন, নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে। তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের জন্য আহ্বান জানিয়ে বলেন, আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মা ও শিশু হাসপাতালে রুশ বোমা বর্ষণের কড়া নিন্দা জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে এই ভয়াবহ হামলার জন্য জবাবদিহি করতে হবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি নিশ্চিত যে প্রেসিডেন্ট পুতিন অবশ্যই ব্যর্থ হবেন এবং রাশিয়ার কৌশলগত পরাজয় হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন যদি ইউক্রেনে তার পুতুল সরকার গঠনের পরিকল্পনা করেন তাহলে আমি বলব তিনি সফল হবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct