আপনজন: বিশ্বকাপের সময় নির্বিঘ্নে মদ্যপান করতে বিলাসবহুল জাহাজে থাকবেন ইংলিশ ফুটবলারের স্ত্রী ও প্রেমিকারা। এতে কাতারের কঠোর আইন এড়িয়ে চলা সম্ভব হবে তাদের জন্য। মধ্যপ্রাচ্যের দেশটিতে জনসম্মুখে মদ্যপান নিষিদ্ধ। তবে কেউ চাইলে নির্দিষ্ট কিছু হোটেলে নিরালায় অ্যালকোহল জাতীয় পানীয়ের স্বাদ নিতে পারে।
মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন হ্যারি কেইন, জর্ডান হেন্ডারসন, রাহিম স্টারলিংয়ের স্ত্রীরা বিলাসবহুল প্রমোদতরীতে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছর নভেম্বরে পর্দা উঠবে ফুটবল যজ্ঞের। খেলোয়াড়দের পরিবারের সদস্যদের আরাম-আয়েশের জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও স্টুডিও বরাদ্দ রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। তবে জানা গেছে, সেসব অ্যাপার্টমেন্টের সুযোগ সুবিধা প্রমোদতরীর মানের মতো নয়। বিশ্বকাপের সময় দোহার কাছেই নোঙর ফেলবে বেশ কয়েকটি প্রমোদতরী। ইংলিশ ফুটবলারদের পরিবারের সদস্যরা এসব জাহাজে থেকে নিজেদের মতো করে উপভোগ করতে পারবেন দলের প্রতিটি সাফল্য। তবে ইংল্যান্ডের ফুটবলাররা থাকবেন অ্যালকোহল-মুক্ত হোটেলে। যেখানে একটি প্রাইভেট বিচও থাকবে। কোচ গ্যারেথ সাউথগেটের পছন্দ সউক আল-ওয়াকরা হোটেল। দোহা থেকে দশ মাইল দূরে অবস্থিত এটি। ট্রেনিং গ্রাউন্ড হিসেবে হ্যারি কেইনরা পাবেন সউদ বিন আব্দুলরহমান স্টেডিয়ামকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct