মোস্তাফিজুর রহমান,আপনজন: শেষ বার অষ্ট্রেলিয়া যখন পাকিস্তানে যায় তখন বর্তমান অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সের বয়স মেরেকেটে চার। এহেন কামিন্স জীবনে প্রথমবার পাকিস্তানে সিরিজ খেলতে গিয়ে ব্যতিক্রমী অভিজ্ঞতা হল তাঁর। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত ছিল টিম অষ্ট্রেলিয়া। হঠাতই কানে ভেসে আসে মধুর একটি ধ্বনি,যেটা নাকি তাঁর মরমে মিশে যায়।খোঁজ নিয়ে জানতে পারেন ওটা প্রার্থনার জন্য আহ্বান (নামাজের জন্য আজান), তিনি বলেন,‘আজানের প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ে দাগ কেটে যাচ্ছিল। পাহাড়ে ধাক্কা খেয়ে আজানের ধ্বনি যখন কানে আসছিলো, তখন যেন কানে মধু ঢালছিল।’এদিকে পাকিস্তানে প্রথমবার সিরিজ খেলতে এসে আর এক ক্রিকেটার ডেভিড ওয়ার্না’র মুগ্ধ পাকিস্তানের আতিথেয়তায়। এমনকি একটি সাক্ষাৎকারে পাকিস্তানের সমর্থকদেরও ভূয়সী প্রশংসা করেন ওয়ার্নার। তিনি বলেন, ‘এতদিন দেখেছি বিপক্ষ সমর্থকরা বিদ্রুপ করে, কিন্তু এখানে এসে অন্য অভিজ্ঞতা হলো। পাক সমর্থকরাও আমাদের উৎসাহ দিয়েছেন, যেটাতে আমি অভিভূত। এখানকার প্রশাসনও আমাদের ভীষন খেয়াল রাখছে।’প্রসঙ্গত, রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ড্র হওয়ার পরে, মরা পিচ নিয়ে সমালোচনা হলেও দিনের শেষে এইসব টুকরো টুকরো দৃশ্য গুলো স্মৃতি হয়ে রয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct