সাদ্দাম হোসেন মিদ্দে,বারাসত,আপনজন: রবিবাসরীয় দুপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। বারাসাত ইকরা একাডেমির মুক্তাঙ্গনে এদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উত্তর চব্বিশ পরগনা জেলা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কবি, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এদিন দোলা মিত্রর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মহম্মদ রুহুল আমিন। সর্বানী বেগম সভাপতিত্ব করেন। কবিতা পাঠ করেন বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির রাজ্য কমিটির সদস্য কবি মহম্মদ মফিজুল ইসলাম, আজরা বানু, আরেফা গোলদার, রুমা পারভীনারা, আসাদ আলী প্রমুখ। এছাড়াও গজল পরিবেশন করেন কওসার আলি। সঙ্গীত পরিবেশন করেন সাবানা রহমান, মৌসুমী হোসেন ও আসাদ আলী।
এদিন বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আসরার আহমেদ রুমির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নিরবতা পালন করা হয়। তাঁর কন্যা সৈয়দা বেনজির আশরার এদিন তাঁর স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন এবং কবিতাপাঠ করেন। পাশাপাশি আশরার আহমেদ রুমির অবদান সম্পর্কে লেখা ‘স্মরণিকা’ নামক পুস্তক এদিন প্রকাশিত হয়। এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ তথা বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির বর্তমান সভাপতি মুন্সি আবুল কাশেম, দলিত সাহিত্যিক সুকৃতি রঞ্জন বিশ্বাস, নতুন গতির সম্পাদক এমদাদুল হক নুর প্রমুখ। এদিনের সম্মেলন সকাল ১০ টায় শুরু হয়। শেষ হয় বিকাল ৫ টায়। সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যাবস্থা করা হয়। অংশগ্রহণকারীদের সবাইকে শংসাপত্র প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct