আপনজন ডেস্ক: ধর্মীয় মেরুকরণের কাছে অবশেষে হার মানল সকল জনসমস্যা। যে কৃষক অন্দোলন আর করোনায় মানুষের মৃত্যু মিছিল সামলাতে না পেরে উত্তরপ্রদেশের একেবারে ল্যাজে গোবরে অবস্থা ছিল, সেই উত্তরপ্রদেশে সরকার গঠনের মতো আসন জয় করল বিজেপি। ফলে, উত্তরপ্রদেশের দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী জন্য হিসেবে যোগী আদিত্যনাথ শপথ নিতে চলেছেন। তবে, বিজেপির জনপ্রিয়তায় যে ভাটা পড়তে শুরু করেছে উত্তরপ্রদেশে তা স্পষ্ট হয়েছে গত বারের থেকে পঞ্চাশটিরও বেশি আসন কম পাওয়ায়। শেষ খবর পাওয়া অবধি বিজেপি উত্তরপ্রদেশে ১৬৯টি আসন পেয়েছে যা গতবারের থেকে প্রায় ৫৩টি কম। অপরদিকে বিরোধী দল হিসেবে জোর ধাক্কা দিয়েছে সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের দল গতবারের তুলনায় ৭৭টি আসন বাগিয়ে নিয়ে একাই ১২৯টি পেতে চলেছে। একেবারে হতাশ করেছে কংগ্রেস ও বহুজন সমাজপার্টি। তারা কোনও দাঁত ফোটাতে পারেনি। ফলে, উত্তরপ্রদেশে যোগীর
হাতে ফের লাগাম উঠল। অন্যদিকে, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরেও সরকারের ক্ষমতায় আসছে বিজেপি। উত্তরাখণ্ডে বিজেপির আসন কমলেও ৪৮টি আসন পেয়েছে। আর কংগ্রেসের আসন বেড়ে ১৮টি হলেও সরকার সংখ্যাগরিষ্ঠতায় কোনও বিঘ্ন ঘটেনি। মণিপুরেও বিজেপি একাই ৩২টি আসন পেয়ে সরকার গড়ছে। আর গোয়ায় বিজেপি ২০টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তবে, প্রথমবার গোয়ায় ভোটে লড়ে আপ পেয়েছে তিনটি আসন। তৃণমূল লড়লেও কোনও আসন পায়নি। সূত্রের খবর নির্দল ও তৃণমূলের জোট সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির বিধায়ককে নিয়ে বিজেপি গোয়ায় সরকার গড়ার দাবি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct