আপনজন ডেস্ক: ডিলারের খাটের নিচে ও বাথরুমে অভিযান চালিয়ে টিসিবির সয়াবিন তেল ও ডাল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওই অভিযানে ১১২ লিটার তেল ও ২৫০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, নগরীর কালিয়াজুড়ি এলাকায় অভিযানকালে দেখা যায়, স্থানীয় ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের মালিক ফয়সালুর রহমান দোকানে টিসিবির তেল বেশি দামে বিক্রি করছেন। এরপর তার বাড়িতে গিয়ে খাটের নিচ ও বাথরুম থেকে ১১২ লিটার টিসিবির তেল এবং বেডরুম থেকে আড়াইশো কেজি টিসিবির মসুর ডাল উদ্ধার করা হয়। তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct