নিজস্ব প্রতিবেদক,বিধাননগর,আপনজন: ভোটে জিতে ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলতে উদ্যোগী কাউন্সিলার। লক্ষ্য “২৪ নম্বর ওয়ার্ডে ২৪ ঘন্টায় জনসেবা”। ২৪ ঘন্টা নাগরিক পরিষেবা প্রদানে এমনই একটি স্লোগান প্রকাশ করে ২৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার তথা ৪ নম্বর বোরো চেয়ারম্যান মনীষ মুখার্জির একটি লিখিত অঙ্গীকারপত্র ও শুভেচ্ছাবার্তা পৌঁছে যাচ্ছে তারই ওয়ার্ড বাসিন্দাদের দুয়ারে। বিধাননগর পুরনির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এমনই অভিনব উদ্যোগ বলছেন মনীষবাবু। কেষ্টপুরের নিজ ওয়ার্ড অঞ্চলের বাসিন্দাদের দুয়ারে পৌঁছে গেল মনীষের সেই বিশেষ শুভেচ্ছা ও অঙ্গীকারপত্র। সঙ্গে মিষ্টির প্যাকেটও। একই সঙ্গে, ওয়ার্ডের সমাজের বিশিষ্ট নাগরিকদের ফোন নম্বর সংগ্রহ করে রাখছেন ‘টিম মনীষ’। এক্ষেত্রে কাউন্সিলার তথা বরো চেয়ারম্যানবাবু বলছেন, ওয়ার্ডে ডাক্তার, মাস্টার, নার্স সহ বিভিন্ন সেক্টরের বাসিন্দা রয়েছেন। সেক্ষেত্রে বিপদগ্রস্ত মানুষের সহায়তায় বিশিষ্ট জনদের কাজে লাগানোর ভাবনা আছে।
নাগরিক পরিষেবায় ২৪ ঘন্টা জনপ্রতিনিধিকে কাছে পেতে বাসিন্দাদের দেওয়া শুভেচ্ছাপত্রে মনীষের নিজস্ব মোবাইল নম্বর-সহ রয়েছে তিন ব্যক্তির নাম ও ফোন নম্বর। জরুরী পরিস্থিতি বুঝে নাগরিকরা একেবারে সরাসরি কাউন্সিলার অথবা তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একইসঙ্গে, নাগরিকদের দুয়ারে পাঠানো শুভেচ্ছা বার্তায় মনীষ লিখেছেন, ‘জনপ্রতিনিধি হিসাবে আগামী পাঁচ বছর প্রতিক্ষণে আপনাদের পাশে থাকার এবং আপনাদের উন্নয়নমূলক কাজ করার জন্য আমি আমার দায়বদ্ধতা স্বীকার ও অঙ্গীকার করছি। শুধু তাই নয়, আমি নির্বাচনের আগে আপনাদের দেওয়া প্রতিশ্রুতি মতো ২৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের প্রতিটি নাগরিকের জন্য ২৪ ঘন্টা যে কোন প্রকার জনসেবায় নিয়োজিত থাকব। আমার উপর আস্থা ও ভরসা রাখবেন’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct