মোস্তাফিজুর রহমান,কলকাতা,আপনজন: মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার ঝাঁ চকচকে একটি পাঁচতারা হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভারতীয় ফুটবল সংস্থা। আইএফএ পরিচালিত এই অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করলেন বাসন্তী মন্ডল, রাবিয়া বিবি’রা। ইস্টবেঙ্গলের সাড়া জাগানো খেলোয়াড় হীরা মন্ডলকে আমরা সবাই চিনি, কিন্তু কজন জানি এই পিতৃহারা হীরা মন্ডলকে তিল তিল করে গড়ে তোলার কারিগর বাসন্তী মন্ডলকে। বাসন্তী মন্ডলকে তবুও কলকাতা ময়দান একটু হলেও চেনে,কেননা ছেলে হীরা মন্ডলের হাতে মা বাসন্তী মন্ডলের ট্যাটু আঁকা আছে। কিন্তু, যদি বলি রাবিয়া বিবির নাম!
কজন চেনেন? ইনি মহম্মদ রফিকের মা। এই সব নেপথ্য কারিগরদেরই এদিন বিশেষ সম্মানে ভূষিত করলেন আইএফএ। ‘অনন্যা সম্মান’ নামক এই বিশেষ অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করলেন এইসব মহীয়সীরা। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সদ্য প্রয়াত সুভাষ ভৌমিক ও সুরজিৎ সেনগুপ্তের স্ত্রী শুক্লা ভৌমিক,শ্যামলী সেনগুপ্ত প্রমুখরা। তাঁদের হাতে তুলে দেওয়া হল ফুল,মিষ্টি,পুষ্প স্তবক ইত্যাদি।অনুষ্ঠানে নামকরা খেলোয়াড়,কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব জয়দীপ মুখার্জী,এআইএফএফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত সহ আরো অনেকে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘আমি আইএফএকে অনুরোধ করবো কন্যাশ্রী কাপ ও কলকাতা লিগ জয়ী উভয় দলের পুরষ্কার মূল্য সমান রাখার জন্য,তাহলে নারী-পুরুষ সমানধিকারের দাবি মান্যতা পাবে।নারী দিবসে এটাই আমাদের অঙ্গীকার হোক।’ আইএফএ সচিবও তাঁর বক্তব্যকে সমর্থন করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সত্যিই তো নারী পুরুষ এই ভিন্নতা কেন থাকবে? হীরা মন্ডলের হাতে যেমন তাঁর মায়ের মুখ অঙ্কন করা আছে,তেমনি প্রতিটি মানুষের হৃদয় চিরলে হয়তো সেখানে কোনো না নারীর চিত্রই পরিলক্ষিত হবে অনুপ্রেরণা হিসাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct