ওয়ারিশ লস্কর,ধামুয়া,আপনজন: আন্তর্জাতিক নারী দিবসে মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ আবগারি দপ্তরে ডেপুটেশন দেন। এই ডেপুটেশনের মধ্য দিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে। রাজ্য সরকার দুয়ারে মদ প্রকল্পের মধ্যে দিয়ে নারীদের বিশেষভাবে ক্ষতি করছে তা লক্ষ্য করা যায়। স্বাস্থ্য নষ্ট, বিবেক নষ্ট, মানুষের অপরাধের দিকে ঠেলে দেয় এই মদ । তার পাশাপাশি অসামাজিক কার্যকলাপ এর মধ্য দিয়ে ধর্ষণ, শ্রীলতাহানি, নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সন্তানের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মদ কেনার জন্য। তার জন্য রাজ্য সরকার বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করলেন দুয়ারে মদ প্রকল্প আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা মগরাহাট-ধামুয়া ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপির একাধিক জায়গায় ডেপুটেশন জমা দেন। সংগঠনের একনিষ্ঠ কর্মী মোনরমা জানান আগামী দিনে এই প্রতিবাদ রাজ্যজুড়ে হবে এই দুয়ারে মদ যতদিন না সরকার বন্ধ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct