আপনজন ডেস্ক: মাত্র ২৩ মিনিট। এর মধ্যেই ইতিহাস গড়লেন রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে কাল রাতে সালজবুর্গকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ফিরতি লেগে দারুণ এক রেকর্ড গড়েন বায়ার্ন স্ট্রাইকার লেভাডফস্কি। ম্যাচ শুরুর ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন পোলিশ তারকা। চ্যাম্পিয়নস লিগে ম্যাচের শুরু থেকে হিসেব কষলে প্রতিযোগিতাটির ইতিহাসে এটাই দ্রুততম হ্যাটট্রিক। লেভানডফস্কি হ্যাটট্রিক তুলে নেওয়ার পথে ভেঙেছেন ইতালির সাবেক স্ট্রাইকার মার্কো সিমোনের রেকর্ড। ১৯৯৬ চ্যাম্পিয়নস লিগে রোজেনবার্গের বিপক্ষে এসি মিলানের হয়ে ম্যাচ শুরুর ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন সিমোন। প্রথম গোল থেকে মাত্র ১১ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক তুলে নেন লেভা। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন বায়ার্ন স্ট্রাইকার। ৯ মিনিট পর আবারও পেনাল্টি থেকে গোল এবং ২৩ মিনিটে সালজবুর্গ গোলকিপারকে ফাঁকি দিয়ে তৃতীয় গোলটি করেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে অন্তত তিন মৌসুমে ন্যূনতম ১০টি করে গোল করলেন লেভা। রোনালদো এই কীর্তি গড়েছেন সাতবার, মেসি পাঁচবার। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পাঁচটি হ্যাটট্রিক হয়ে গেল লেভার। ইউরোপের সেরা এই ক্লাব টুর্নামেন্টে সর্বোচ্চ ৮বার করে হ্যাটট্রিক করেছেন মেসি ও রোনালদো।
এই প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা ৮৫— অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে কম ম্যাচ খেলে ৮৫ গোলের দেখা পেলেন বায়ার্ন তারকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct