আপনজন ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনকরের বাজেট ভাষণ দিতে বাধা দেওয়ায় বুধবার বিধানসভার অধিবেশনের শুরুতে বিজেপির দুই বিধায়ককে পুরো বাজেট অধিবেশন জুড়ে সাসপেন্ড করেন অধ্যক্ষ। তারপর বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে ফের রাজ্যপালের বাজেট অধিবেশনের বক্তৃতার দিনের মতো হই হট্টগোলের রূপ নেয়। এদিন বাজেট অধিবেশনের শুরুতে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানান, রাজ্যপালের ভাষণে ব্যাঘাত ঘটানোর জন্য পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও নাটাবাড়ির মিহির গোস্বামীকে চলতি বিধানসভা অধিবেশনে যেন সাসপেন্ড করা হয়। অধ্যক্ষ সেই আবেদন মঞ্জুর করে ধ্বনি ভোটের মাধ্যমে বাজেট অধিবেশনের জন্য ওই দুই বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। এরপর দুই বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাসপেনশন না ওঠায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ব্যাপক হইচই করে ওয়েলে নেমে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। এর পর বিধানসভায় এক ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে নিশানা করে বলেন, ‘আমাকে আন্দোলন শেখাবেন না। আমাকে নন্দীগ্রামে বাইকে করে যেতে হয়েছিল। আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছিল সেই সময়ে। আন্দোলন করা অত সহজ নয়।’ নন্দীগ্রামের ভোটে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছিলেন এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে আহত হওয়অকে কেন্দ্র করে। এবার তৃণমূল নেত্রী গুলি করে হত্যার অভিযোগ তুললেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct