রাকিবুল ইসলাম,হরিহরপাড়া,আপনজন: মুর্শিদাবাদের হরিহরপাড়া বাসীর দীর্ঘদিনের দাবি ছিল কলকাতা যাওয়ার জন্য সরাসরি বাস পরিষেবা চালু করার। কলকাতা যাওয়ার জন্য যাত্রীদের ও রোগীদের বহরমপুর হয়ে যাওয়ার জন্য অত্যন্ত সমস্যায় পড়তে হয়। তবে কয়েক বছর আগে হরিহরপাড়া থেকে কলকাতা সরাসরি বাস চালু হলেও কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায় ওই বাস পরিষেবা। তারপর রাজ্য সরকারের তৎপরতায় আবার সোমবার উদ্বোধন হল কলকাতা যাওয়ার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা। আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল নেতা মীর আলমগীর, উৎপল কুন্ডু, অঞ্চল তৃণমূল সভাপতি আনারুল খান সহ অন্যান্যরা। এই বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবে হরিহরপাড়া নওদা সহ আশেপাশের এলাকার মানুষেরা। আপাতত বহরমপুর হরিহরপাড়া থেকে নওদা রুট হয়ে কয়েকদিন চলবে এই বাস। তবে কিছুদিন পরে হরিহরপাড়া থেকে সরাসরি এই বাস পরিষেবা চলবে বলেই জানালেন সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস।
অন্যদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস সোমবার হরিহরপাড়া থেকে নওদা থানার আমতলা বাস স্ট্যান্ডে এসে পৌছালে সমস্ত যাত্রী ও চালককে শুভেচ্ছা জানান নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান সেখ। ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ বলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এর উদ্যোগে দু’বছর পর আবার নওদা, হরিহরপাড়া এলাকার মানুষের কলকাতা যাওয়ার সুবিধার্থে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চালু করা হলো, এই বাস চালু হওয়ায় আমরা আনন্দিত। এই বাস প্রতিদিন বহরমপুর থেকে হরিহরপাড়া নওদা পলাশীপাড়া কুলগাছি বার্ণিয়া দেবগ্রাম হয়ে কোলকাতা পৌঁছাবে বলে জানান তিনি । এদিনে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ, ব্লক যুব তৃণমূল নেতা মনিরুল ইসলাম সহ ব্লক নেতৃত্বরা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct