নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: ইউক্রেন থেকে সোমবার বাড়ি ফিরলেন হরিশ্চন্দ্রপুরের নিখোঁজ ডাক্তারি পড়ুয়া মাসুম হামিদ পারভেজ। এদিন তাকে সংবর্ধনা জানাতে ছুটে যায় প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। পরিবারে ফিরে পেয়ে এলাকায় খুশির বাতাবরণ ছড়িয়ে পড়ে। জানা যায় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর মসজিদ পাড়ার বাসিন্দা মহম্মদ মমিনুদ্দিনের ছেলে মাসুম হামিদ পারভেজ ইউক্রেনের কিভ মেডিক্যাল কলেজে চতুর্থ বর্ষে পাঠরত ছিল।ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে সেখানে আটকে পড়ে।এমনকি পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।দুশ্চিন্তায় দিন কাটতে থাকে বাবা মায়ের।ভারত সরকার ও হাঙ্গেরি সরকারের সহযোগিতায় সোমবার বাড়ি ফিরে আসে মাসুম। মাসুম জানান, ইউক্রেনে যুদ্ধবিধ্বস্ত এলাকায় বাংকারে আটকে ছিল দীর্ঘদিন।বাঙ্কারের মধ্যে অনিশ্চিত ভাবে গাদাগাদি ভিড়ে থাকতে হয়েছে।তখন যোগাযোগ ছিন্ন হয়ে যায় বাড়ির লোকেদের সঙ্গে।বাঙ্কার থেকে শুনতে হয়েছে একের পর এক গোলা বর্ষনের আওয়াজ। তখন সামনে মৃত্যুর হাতছানি।পর্যাপ্ত খাবার ও জল ছিল না।পরে বাঁচার তাগিদে বাংকার থেকে বাইরে বেরিয়ে আসতে হয়।ভারতের জাতীয় পতাকা নিয়ে ১০ কিলোমিটার হেঁটে নিকটবর্তী স্টেশনে পৌছান। ৫ বা ১০ জনের দল করে ট্রেনে উঠতে হয়। কোনক্রমে সীমান্ত পেরিয়ে হাঙ্গেরি পৌঁছায়। হাঙ্গেরি সরকারও সহযোগিতা করে।পরে মুম্বই থেকে কলকাতা হয়ে বাড়ি পৌঁছে দেয় ভারত সরকার।
এদিন বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই মাসুনের বাবা মহম্মদ মমিনুদ্দিন ও মা হামেদা খাতুন সহ গোটা পরিবার মাসুমকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মাসুমকে সংবর্ধনা জানাতে এস ডি পি ও শুভেন্দু মন্ডল ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস তার বাড়িতে ছুটে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct