আপনজন ডেস্ক: রাষ্ট্রসংঘে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে জানিয়েছিলেন বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মঙ্গলবার সকালে যুদ্ধবিরতিতে যাবে রুশ বাহিনী। যে কয়েকটি শহরে এই যুদ্ধ বিরতি সম্পন্ন হয় সেগুলি হল কিয়েভ, চেরনিগভ, সুমি ও মারিউপোল।সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে জানান তিনি। এর আগে সোমবার ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতি দিয়ে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে রাশিয়া ’মানবিক করিডর’ প্রতিষ্ঠা করলেও সবগুলো করিডরের পথ রাশিয়া বা রুশ মিত্র বেলারুশের দিকে নিয়ে যাওয়া হলে ইউক্রেনের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। ভাসিলি নেবেনজিয়া তার বক্তব্যে বলেন, ‘নতুন প্রস্তাবনায় নাগরিকদের রাশিয়ায়, রুশ ভূমিতে পাঠানোর বাধ্যবাধকতার কোনো দাবি করা হয়নি।’তিনি বলেন, ‘কিয়েভের পশ্চিমে ইউক্রেনীয় শহরগুলোতেও সরিয়ে নেয়ার পথ রয়েছে। চূড়ান্তভাবে এটি জনগণেরই সিদ্ধান্ত তারা কোথায় সরে যেতে চায়।’ গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct