সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: ভোট পর্ব মিটতেই চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ তৃনমূলে, বিষ্ণুপুরে পড়ল পোস্টার। বহিরাগত চেয়ারম্যান চাই না। এই দাবিতে এবার পোস্টার পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের একাংশে। আর তাকে ঘিরেই শুরু হল জলঘোলা। বিষ্ণুপুর শহরবাসীর নামে দেওয়া এই পোস্টার আসলে তৃনমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দের ফল বলে দাবি বিরোধীদের। তৃনমূলের দাবি গোষ্ঠীদ্বন্দ নয়, তৃনমূলের বিরুদ্ধে কুৎসা ছড়াতেই এই পোস্টার দেওয়া হয়েছে। সদ্য শেষ হওয়া পুরসভা নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ১৯ টি আসনের মধ্যে ১৩ টি আসনে জয় পেয়েছে তৃনমূল। সূত্রের খবর বিষ্ণুপুর পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই তৃনমূলের অন্দরে চেয়ারম্যান পদ নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। দলীয় সূত্রে খবর এই প্রতিযোগিতার তালিকায় রয়েছেন বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন প্রশাসক অর্চিতা বিদ। অর্চিতা বিদ একসময় বড়জোড়ার বাসিন্দা থাকলেও পুরসভা নির্বাচনের কয়েকমাস আগেই বিষ্ণুপুর পুরসভা এলাকায় ভোটার তালিকায় নাম তোলেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা চেয়ারম্যানের দৌড়ে তাঁকে কোনঠাসা করতে দলের একাংশ তাঁর বিরুদ্ধেই বহিরাগত তত্ব খাড়া করার চেষ্টা চালাচ্ছে। সেই সূত্রেই এই পোস্টার বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী বিজেপিও সেই তত্বেই গলা মিলিয়েছে। তৃনমূলের দাবি এই পোস্টারের সাথে তৃনমূলের সম্পর্ক নেই। কিছু স্বার্থান্বেষী মানুষ বিভ্রান্তি ছড়ানোর উদ্যেশ্যে এই পোস্টার দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct