আপনজন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সুমি শহরে আটকে পড়া সকল ভারতীয় শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অপারেশন গঙ্গার অধীনে ফ্লাইটগুলি তাদের দেশে ফিরিয়ে আনার জন্য অগ্রসর হযেছে। মঙ্গলবার এই স্বস্তির খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। এ ব্যাপারে ট্যুইটে দেশের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সুমি থেকে সব ভারতীয় শিক্ষার্থীকে সরিয়ে নিতে পেরেছি। তারা বর্তমানে পোলতাভার পথে রয়েছে, যেখান থেকে তারা পশ্চিম ইউক্রেনের ট্রেনে উঠবে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গার অধীনে ফ্লাইটগুলি প্রস্তুত করা হচ্ছে।’ কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ইউক্রেনের সুমিতে আটক পড়া ৬৯৪ পড়ুয়াকে বাসে চাপিয়ে তুলনামূলক নিরাপদ পোলতাভায় নিয়ে যাওয়া শুরু হল। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সাথে সুমি থেকে ভারতীয় শিক্ষার্থীদের আটকে পড়া উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার উপায় নিয়ে কথা বলার একদিন পর সুমি থেকে সব ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যবস্তা হল। প্রায় ৭০০ জন ভারতীয়, যাদের বেশিরভাগই সুমি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। সোমবার শেষ মুহূর্তে ভারতীয় দূতাবাস জানায় রোমানিয়া সীমান্তে শিক্ষার্থীদের যাত্রা নিরাপদ হবে না। এক ভিডিও বার্তায় মাহতাব নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সরিয়ে নিতে কিছু বাস আজ এসেছে। কিন্তু ভারতীয় দূতাবাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কাছে খবর এসেছ, উচ্ছেদ অভিযান চালানো নিরাপদ হবে না। যদিও কঠিন ঠাণ্ডা আর ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে তাার দেশে ফিরছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct