আপনজন ডেস্ক: ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত ভারতীয় দূতাবাসের ভেতর থেকে ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল রোববার তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে মুকুলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুকুলের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন। এক টুইটার পোস্টে তিনি লেখেন, ‘রামাল্লায় ভারতের দূত মুকুল আর্যের মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। তিনি ছিলেন উজ্জ্বল ও মেধাবী কর্মকর্তা। সামনে তাঁর অনেক কিছুই করার ছিল। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
কর্মস্থলে মুকুল আর্যের মৃত্যুর ঘটনায় গতকাল শোক প্রকাশ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, এ বেদনাদায়ক খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মদ শাতায়ি জরুরি ভিত্তিতে সব নিরাপত্তা কর্তৃপক্ষ, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফরেনসিক মেডিসিনকেও নির্দেশ দেওয়া হয় যেন তারা এ মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত ভারতীয় দূতের বসবাসস্থলে চলে যায়।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, মুকুল আর্যের লাশ পাঠানোর ব্যবস্থা করতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে গভীর শোক প্রকাশ করেন। জয়শঙ্করের মাধ্যমে ভারত সরকার ও মুকুলের পরিবারের প্রতিও শোক জানিয়েছেন তাঁরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct