সেক আনোয়ার হোসেন,কাঁথি,আপনজন: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলার ১৩ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ফরিদপুর পি পি টি আই কলেজে। দুই দিন ধরেই এই সম্মেলন চলে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য ছাত্র ছাত্রী সহ বিজ্ঞান মনোষ্ক সাধারণ মানুষ অংশগ্রহণ করে।সংগঠনের পতকা উত্তোলন করেন জেলা সভাপতি দূর্গাপদ দাস, পরিবেশ বাঁচানোর লক্ষে পরিবেশ সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। অধ্যাপক অরুনাভ মিশ্র বলেন বিজ্ঞান সচেতনতাই ও বিজ্ঞান প্রসারে সর্ব স্তরের মানুষের মধ্যেই ব্যাপক হারে জন প্রসারিত করতে হবে বিজ্ঞান কর্মীদের। সম্মেলনে রাশিয়া ইউক্রেনের যে বর্তমান ভয়াবহ অবস্থা তা প্রতিবেদনে তুলে ধরা হয়,সামাজিক বিশেষ কাজের জন্য জেলা থেকে পুরস্কৃত করেন বিশিষ্ট সমাজ সবী বিজ্ঞান কর্মী নকুল চন্দ্র ঘাঁটিকে। অধ্যাপক পার্থ ঘোষ বলেন পলিথিন বর্জনের মাধ্যমে ভূমি জল সংরক্ষণ পরিবেশের সুস্থতা বজায় রাখার আহ্বান জানান, আমফান করোনা থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিজ্ঞান মঞ্চের কর্ম কান্ড স-বিস্তারিত তথ্য সহ-কারে আলোচিত হয়। জেলা সম্পাদক রবীন সামন্ত জানান, যুক্তি বাদী, সচেতনতাই, সঙ্গেই দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বেশি বেশি দরকার। জেলা সম্মেলন থেকে নির্বাচিত হন ৯৫ জন কাউন্সিলর মেম্বার , ৫৫ জন জেলা কমিটি ২১ জন সম্পাদক মন্ডলী। জেলা সভাপতি নির্বাচিত হয় দূর্গাপদ দাস, জেলা সম্পাদক নির্বাচিত হন রবীন সামন্ত, কার্য-করী সভাপতি দেবদাস বারিক, সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যে কমিটির সহ-সম্পাদক অরুনাভ মিশ্র, পার্থ ঘোষ, অধ্যাপক কল্লোল ঘোষ, অধ্যাপক মিলন গায়েন, আবহাওয়া বিদ অশোক কুমার হাজরা সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct