মোহাম্মদ সানাউল্লাহ,রামপুরহাট,আপনজন: এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর ৫০ দিনের শিশু কন্যাকে নিজের বুকের দুধ পান করালেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার্স ৷সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এমন নজির বিহীন ঘটনাটি ঘটেছে নলহাটির প্রসাদপুর হাইস্কুলে৷ আটকুলা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী শাহিনা বেগম ৫০ দিনের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে আসেন প্রসাদপুর রাম রঞ্জন হাইস্কুলে৷জানা গেছে ওই পরীক্ষার্থীর বাবার বাড়ি নলহাটি ২ নম্বর ব্লকের আটকুলা গ্রামে৷ বছর দুয়েক আগে বিয়ে হয় নলহাটি ১ নম্বর ব্লকের মাঠ কলিঠা গ্রামে৷ এদিন নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হওয়ার আগেই ওই শিশু কন্যাটির দিদা শিশুটিকে রক্ষণা বেক্ষণের জন্য পরীক্ষা হলের বাইরে নিয়ে থাকেন৷ পরীক্ষা শুরু হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ওই শিশুকন্যাটি খিদের জ্বালায় গঙানি কান্নায় ছটপট করছে৷ এমন বেগতিক পরিস্থিতি নজরে আসে নলহাটি থানায় কর্তব্যরত মহিলা সিভিক ভলেন্টিয়ার্স রুকমুনি খাতুনের ৷সে বেশ কিছুক্ষণ নিজের বুকের দুধ পান করিয়ে মাতৃত্ব রক্ষা করেন৷ এ প্রসঙ্গে বীরভূম জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা বলেন, জীবনে মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আর কিছু হতে পারে না৷ দুনিয়ায় সহানুভূতিশীল এমন মা আছে তার এ এক জ্বলন্ত প্রমাণ৷একজন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্স আজ মায়ের ভূমিকায় তাকে স্যালুট জানাই৷নলহাটি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হুমায়ুন চৌধুরী বলেন,একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার্সয়ের সহযোগিতায় একজন মাধ্যমিক পরীক্ষার্থী তার পরীক্ষার সুযোগ পেল৷ সত্যি খুব খুশির খবর৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct