নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: পরীক্ষার প্রথম দিনেই কন্যা-সন্তানের জন্ম দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। সদ্যোজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে হাসপাতালে বসে পরীক্ষা দিলেন মা। জানা যায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নানারাই গ্রামের বাসিন্দা আনজারা খাতুন (১৮) হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। তিন বছর আগে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যায়। দশম শ্রেণীতে সন্তান সম্ভবা হলেও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় সে।ডাক্তারের পক্ষ থেকে তার সন্তান প্রসবের সময় দেওয়া হয়েছিল ১৬ তারিখ। কিন্তু সোমবার পরীক্ষার দিন সকালেই অসহ্য প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সে।সকাল সাতটার সময় কন্যা সন্তানের জন্ম দেয় সে।এদিন প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে বসে পরিক্ষা দেয় আনজারা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত বি-এমও-এইচ শুভেন্দু ভক্ত বলেন,’এদিন হরিশ্চন্দ্রপুর হাসপাতালের একজন মাধ্যমিক পরীক্ষার্থী প্রসবের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়। সকালে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। সে হাসপাতাল থেকে পরীক্ষা দিতে চাইলে সব রকম ব্যবস্থা করি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct