আপনজন ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। জেলেনস্কির দাবি রুশ বাহিনী কৃষ্ণ সাগর তীরবর্তী ঐতিহাসিক বন্দরনগরী ওডেসায় বোমা ফেলার পরিকল্পনা করেছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে। তারা সবসময় ওডেসার সুবিধা নিয়েছে। আর এখন? ওডেসার বিরুদ্ধে বোমা? ওডেসার বিরুদ্ধে কামান? ওডেসার বিরুদ্ধে মিসাইল? এটা হবে যুদ্ধাপরাধের শামিল। ঐতিহাসিক অপরাধের শামিল। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিশেষ অভিযান শুরর পর রুশ বাহিনী খেরসন কিংবা মারিউপলে হামলা চালানেও এর হাত থেকে অনেকাংশেই রেহাই পেয়েছে ওডেসা। ইউক্রেনের দক্ষিণ উপকূলীয় বন্দর নগরী ওডেসাতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। সেখানে রুশ এবং ইউক্রেনীয় দুই ভাষায় কথা বলা মানুষই বাস করে। বুলগেরিয়ান এবং সংখ্যালঘু ইহুদি– উভয় সম্প্রদায়ের মানুষ দেখা যায় ওডেসাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct