ওয়াসিফা লস্কর,বাসুলডাঙা,আপনজন: ডায়মন্ড হারবারের বাসুলডাঙাতে মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট না পাওয়ার ঘটনা সংবাদমাধ্যম সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসল প্রশাসন। অবশেষে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলছে মিরজানা খাতুন। মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট না পাওয়ার ঘটনা জানার পর ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে ছাত্রীর বাড়িতে যান। পরে বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান। এরপরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে ওই ছাত্রীর অ্যাডমিট পাওয়ার ব্যবস্থা করে দিয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বাসুলডাঙ্গা এলাকার এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর মির্জানা খাতুন, ডায়মন্ড হারবার গার্লস স্কুলে পড়ত ওই ছাত্রী। স্কুলের সমস্ত কিছু পরীক্ষা দিলেও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট স্কুলে আনতে গেলে স্কুল কর্তৃপক্ষ জানায় তার অ্যাডমিট আসেনি কারণ হিসেবে জানায় সে নাকি ফর্মে সই করেনি। এরপর থেকে বারেবারে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কোন সাহায্য সহযোগিতা করেনি। স্কুল অন্যদিকে ছাত্রীকে ভয় দেখিয়ে মুচলেখা লিখে নেওয়া হয়। পাশাপাশি জানানো হয় এই বিষয়টি কাউকে না জানানোর। আর সেই মানসিক অবসাদে গতকাল রাতে বেলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা পথ বেছে নিয়েছিল ওই ছাত্রী। কিন্তু পরিবারের লোকজনের সতর্কতায় সে যাত্রায় তার রক্ষা হয়। হতদরিদ্র পরিবারের মেয়ে মিরজানা বাবা ছোট মন্ডল রাজমিস্ত্রির কাজ করে মা সেরিনা মন্ডল। অত্যন্ত কষ্ট করে মেয়ের লেখাপড়া খরচ চালান বাবা। মেয়ের ইচ্ছে ছিল মাধ্যমিকের পর পড়াশোনা করে আরো এগিয়ে যাওয়া। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার যাচ্ছিল। অবশেষে প্রশাসনের তৎপরতায় হাতে অ্যাডমিট পেয়ে সে জীবনের সবচেয়ে পড় পরীক্ষা মাধ্যমিকে বসছে।
বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পরীক্ষার্থীর বই খাতা। মানসিক অবসাদে মৃত্যুর মত পথ বেছে নিয়েছিল ওই ছাত্রী। দীর্ঘ লকডাউনের পর স্কুল করলেও অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল ওই ছাত্রী জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে। কিন্তু স্কুলের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এখন যেন জীবনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মির্জনার কাছে। মেয়েকে হারিয়ে ফেলার ভয় অঝর নয়নে কেঁদে চলেছে মা। তবুও সরকারের কাছে আবেদন তাদের শেষ পর্যন্ত এই অসহায় দরিদ্র ছাত্রটির যদি পরীক্ষার ব্যবস্থা করে দেয় সরকার তাহলে হয়তো আবারও নতুন করে স্বপ্ন দেখতে পারে মিরজানা খাতুন।মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আশ্বাস পেয়ে প্রতিক্রিয়া জানালো ডায়মন্ড হারবার বাসুলডাঙার মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী ও তার পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct