আপনজন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের, যাদের বেশিরভাগই মেডিকেল শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা’ কর্মসূচির অধীনে এই পরিস্থিতিতে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করেছেন যাতে শিক্ষার্থীরা দেশের মেডিকেল কলেজগুলিতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে পট্টনায়েক কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেন, যাতে শিক্ষার্থীরা যুদ্ধের কারণে তাদের শিক্ষা ব্যাহত হওয়ার রাস্তা থেকে তাদের মেডিকেল কোর্সে ফিরে যেতে পারে। ওড়িশার মুখ্যমন্ত্রী বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং ইউক্রেনের তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিকতা ফিরে আসবে না। তাই তাদের পড়াশোনায় ব্যাঘাত অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘অভূতপূর্ব এই সংকট’ শিক্ষার্থীদের ক্যারিয়ারকে ব্যাহত করার সম্ভাবনা রয়েছে, যারা ইতিমধ্যে যুদ্ধ ক্ষেত্রে থাকার ট্রমার মধ্য দিয়ে গেছে।
অন্যদিকে, ইউক্রেন থেকে ফিরে আসা মেডিকেল শিক্ষার্থীদের ভারতীয় মেডিকেল কলেজগুলিতে যথাযথ ভারতীয় বা বিদেশি ডিগ্রী সহ এককালীন ব্যবস্থা করে কেন্দ্র, তার যথাযথ নির্দেশ দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, বিকল্প হিসেবে কেন্দ্র ও রাজ্যগুলিকে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করতে বলা হোক এবং কেন্দ্রীয়, রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন বা বেসরকারি মেডিক্যাল কলেজগুলির কিছু আসনকে ইউক্রেনীয় ইনস্টিটিউটের বিদেশি ক্যাম্পাস হিসাবে ঘোষণা করতে বলা হোক, যাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এককালীন জরুরি ব্যবস্থা হিসেবে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। দুই জন আইনজীবীর দায়ের করা এই আবেদনে ইউক্রেনের বেশ কয়েকটি ইনস্টিটিউটে মেডিকেল কোর্স সহ বিভিন্ন কোর্সে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হওয়া ভারতীয় শিক্ষার্থীদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইউক্রেনে কবে স্বাভাবিকতা ফিরে আসবে ও শিক্ষার্থীরা তাদের কোর্স সম্পন্ন করতে সক্ষম হবে কিনা তা অনিশ্চিত হয়ে ওঠায় এদেশের মেডিক্যাল কলেজে পড়ামোনার করার দাবি জানাচ্ছি। আবেদনে বলা হয়, “আবেদনকারীরা জন-উৎসাহী ব্যক্তি এবং মেডিকেল শিক্ষার্থীদের দুর্দশার কারণে পুরোপুরি বিচলিত, ইউক্রেনের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাদের মেডিকেল কোর্স ছেড়ে ভারতে ফিরে আসতে বাধ্য হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct