রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: অবশেষে সব রকমের আতঙ্ক কাটিয়ে যুদ্ধভূমি বিদেশের ইউক্রেন থেকে মুর্শিদাবাদের ফারাক্কায় নিজের বাড়িতে ফিরল ডাক্তারি পড়ুয়া সুমন ঘোষ। শনিবার সকালেই ফরাক্কার চৌকিগ্রামে ঘরে ফেরেন তিনি। ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি থেকে বাড়ি ফিরে আসতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। আর তার ঘরে ফেরাতে খুশি প্রতিবেশী ও পরিবারে। অধীর আগ্রহে উৎকণ্ঠায় বেশ কয়েকটি দিন পার করে অবশেষে বাড়িতে ফিরে আসে। তবে ঘরে ফেরার পরেও সেখানকার অভিজ্ঞতা আতঙ্কের ছাপ পুরোপুরি কাটেনি। জানা গিয়েছে, ২০১৯ সালে ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের চৌকিগ্রাম এলাকা থেকে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান সুমন ঘোষ। ইউক্রেনের ভিএন করাজিন খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটির ডাক্তারির পড়ুয়া ছিলেন তিনি। সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় ব্যাপক সমস্যায় পড়েন সুমন ঘোষ। কোনরকমে বিশেষ বিমানে দিল্লী হয়ে শনিবার সকালেই বাড়ি পৌঁছায় সে। বাড়ি ফিরে বাবা মাকে পেয়ে কান্নায় ভেঙে পড়ে সুমন ঘোষ জানান, ইউক্রেনে চোখের সামনে বোমার আওয়াজে যেন জীবন বিপন্ন হয়ে উঠেছিল। ব্যাপক আশঙ্কায় ছিলাম। কোনরকমে ফ্লাইট এ করে বাড়ি ফিরে এসেছি। আমরা প্রায় সাত থেকে আটদিন বাংকারের মধ্যে ছিলাম। জীবন নিয়ে বাড়ি ফিরতে পেরেছি এটাই অনেক। এদিকে ডাক্তারি পড়ুয়া ছেলে যুদ্ধ বিদ্ধস্থ এলাকা থেকে বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসীরাও। সকল ছাত্রেরই বাড়ি ফিরে আসার জন্য প্রার্থনাও করেছেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct