নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।এই নিয়ে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পিতা সায়েদ আলি ও তার পাঁচ ছেলে হাসেন আলি,হুসেন আলি, এক্রামূল হক,নাজিমূল হক ও বাদল আলি।তবে আগুনে হতাহতের কোনো খবর না থাকলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাঁচ ভাইয়ের মোট ২৪ টি বাড়ি, তিনটি গবাদি পশু,পাঁচটি বাইক,
আসবাবপত্র, নগদ টাকা,অলঙ্কার এবং বাড়িতে মজুত রাখা শস্য,জমির দলিল ও ঘরের টিন সহ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। পরিবার সূত্রে জানা যায় বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায় রান্না ঘরে। এরপরেই চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একের পর এক আগুন লেগে যায় আরও ২৩টি বাড়িতে।পাঁচ ভাইয়ের বাড়ি গ্রামের বাইরে ফাঁকা মাঠে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে এলাকার বিশেষ কেউ হাত লাগাতে পারেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনী। বর্তমানে পরিবারগুলি পলিথিন টাঙিয়ে বাঁধের উপর খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে। রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করতে ছুটে যান হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী,কাপড়চোপড়, পলিথিন ও বাসনপত্র তুলে দেন বিধায়ক তজমুল হোসেন।হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের বিডিও প্রশাসনিকভাবে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct