মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: নদীয়া শান্তিপুরে দীর্ঘদিন পরিষেবা বন্ধ এবং বেনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ টানা পাঁচ মাস রেশন দোকান বন্ধ এবং বেনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ অস্বীকার রেশন ডিলারের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের গবার চর এলাকায়। জানা যায় শান্তিপুর পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুন মিত্র দীর্ঘদিন ধরেই রেশন ডিলারের কাজ করেন। এলাকাবাসীর অভিযোগ ওই রেশন ডিলারের কাছ থেকে ঠিকমত পরিষেবা পাওয়া যায় না। টানা পাঁচ মাস ধরে বন্ধ রেখেছে রেশনের দোকান। মাঝেমধ্যে রেশনের দোকান খুললে ও সেখান থেকে কোন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় না। শুধুমাত্র স্লিপ দিয়ে দেওয়া হয় সেখান থেকে। সেই স্লিপ সংগ্রহ করার পর তার বাড়ি গিয়ে প্রাপ্য মাল নিতে হয়। সেই কারণেই হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ মানতে চায়নি রেশন ডিলার। তার দাবি যেহেতু তার বাবার নামে রেশন লাইসেন্স রয়েছে তাই সে কিছুতেই ওই দোকান থেকে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারে না। সেজন্য বাড়ি থেকে রেশনের মাল বিলি। এই অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায়, এবং স্থানীয় লোকজন অভিযোগ রেশন ডিলার রেশন গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করে তারই প্রতিবাদে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct