আপনজন ডেস্ক: রাশিয়ার একটি বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেভা (এসইসি) এই তথ্য জানিয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, উত্তর ইউক্রেনের চেহেরনিভ শহরের কাছে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহ যাবত শহরটিতে রুশ সেনাবাহিনী এবং ইউক্রেন বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, বিমানটি একটি আবাসিক এলকায় ধ্বংস হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তারা সেটা জানাতে পারেননি। বিমান ধ্বংসের কারণে চারটি বাড়িতে আগুন লাগে। এই অঞ্চলে ৫০০ কেজি ওজনের একটি বোমা উদ্ধারের পর স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আগুন লেগে আরেকজন নিহত হন। সিএনএন স্বতন্ত্রভাবে হতাহতের সঠিক সংখ্যা যাচাই করতে পারেনি। চেহেরনিভের আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, ৪ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত রাশিয়ার যুদ্ধবিমানগুলো চেহেরনিভ শহরে ধারাবাহিকভাবে বোমা বর্ষণ করে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct