আপনজন
শীলা সোম
__________
সবাই খোঁজে আপনজন, যে হয় অতি কাছের,
তার সাথেই আলাপন, কথাবার্তা ও চলে ঢের।
সুখ, দুঃখের কত কথাই তার সাথে যে হয়,
রাগ করলে সেটাও আবার প্রাণে না যে সয়।
তার সুখে তে সুখী সবাই, দুঃখেতে দিশেহারা,
আনন্দ যে তাকেই ঘিরে, যেন পাগলপারা।
জন মানুষ নন যে তিনি, পত্রিকার নাম,
পাতায় পাতায় লেখা খবর, আছে যে তার দাম।
অনলাইনে পৌঁছে যায় সবার ঘরে ঘরে,
রবিবারে রবিবাসরীয়, মন তাতেই ভরে।
নতুন লেখক, লেখিকাদের, যাঁর যা আছে মনে-
কত প্রতিভার হয় বিকাশ, কখন সঙ্গোপনে।
লেখার সাথে বৈষম্য রেখে চলে রঙ তুলি,
যতনে কবিরা লেখেন, সাধের কবিতা গুলি।
প্রকাশিত হয় আপনজনে,ভরে যায় মন,
সাধুবাদ জানাই তাকে , আমরা সুধীজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct