পৃথিবীর ধোঁকা
মুস্তাফিজুর রহমান
_______________
না আমি আজ কাওকে বিশ্বাস করতে পারিনা নয়,
তবে বিশ্বাস করতে ভয় পায়,
যখন আমার সহজ সরল মনে কে নিয়ে খেলা হয়েছে
মিথ্যা প্রতিশ্রুতি বন্যায়,
আমি তখনি ধোঁকা খেয়েছি।
যখন নিজের সবটুকু দিয়ে কারোর মন ভরাতে পারেনি ভেবেছি নিজের ব্যর্থতা,
অসহায় হয়ে যখন নিজের প্রয়োজন টুকু চেয়েছি দেখেছি শুধু স্বার্থ তা,
আমি তখনি ধোঁকায় আছি।
যখন ভুল না করেও অন্যায় খোঁজা হয় শুধু মাত্র দমিয়ে দেওয়ার জন্য,
সবকিছু দিয়ে দেওয়ার পরে যখন প্রাপ্য প্রতিদান হয় একেবারে শূন্য,
তখনি আমি ধোঁকায় পড়েছি।
দূর্গম মরুভূমি তে চকচকে উজ্জ্বল কে মরুদ্যান ভেবে যখন পা বাড়িয়েছি,
যত কাছে ছুটে চলি মরুদ্যান আসলে বালু রাশি দেখে থমকে দাঁড়িয়েছি,
তখনি আমি ধোঁকায় এগিয়েছি।
মায়াবী পৃথিবী কে যখন আপন ভেবে পার্থিব কে করছি চাকচিক্য,
মৃত্যুর অশনি সংকেত প্রতিনিয়ত পেয়েছি একেবারে পত্যক্ষ ও পরোক্ষ,
তখনি আমরা ধোঁকার মায়ায় পড়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct